কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বিভিন্ন গাছের ডাল কেটে দিয়ে ক্ষতি সাধান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রেহেনা পারভীন বাদী হয়ে থানায় নিজ দেবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর ৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামের রেহেনা পারভীন তার দুই ছেলেকে নিয়ে স্বামীর বসত বাড়িতে বসবাস করে আসলেও স্বামীর রেখে যাওয়া জমি, গাছ, দোকান জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন রেহেনা পারভীনের দেবর আব্দুস সবুর মোড়ল। এরই জের ধরে সম্প্রতি সবুর মোড়ল রেহেনা পারভীনের বাড়ির সীমানার বড় একটি আম গাছ, জিয়ালি কচা গাছ কাটাসহ নেটের বেড়া ভাংচুর করে। এ সময় রেহেনা পারভীন প্রতিবাদ করলে তার দেবর তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে আব্দুস সবুর মোড়লের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেশবপুর থানার এসআই হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version