কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ও আঁকা, রচনা লিখন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করেন কেশবপুর উপজেলা প্রশাসন। তার ধারাবাহিকতায় আজ (শনিবার) সকাল ১০ টায় কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: বিষয়- (শিশুদের বঙ্গবন্ধু) ‘ক’ গ্রুপ: ১ম থেকে ৪র্থ তে “খ” গ্রুপ: ৫ম থেকে ৭ম শ্রেণি, “গ” গ্রুপ: ৮ম থেকে ১০ম শ্রেণি,“ঘ” গ্রুপ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। রচনা প্রতিযোগিতা : বিষয়- (বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা) ‘ক’ গ্রুপ: ৫ম থেকে ৭ম শ্রেণি “খ” গ্রুপ: ৮ম থেকে ১০ম শ্রেণির জন্য।
চিত্রাঙ্কন ক গ্রুপে প্রথম: অভ্রতনু দাস মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় : রুদ্রনীল দাস মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,তৃতীয় : স্নেহামেহেয়ান আয়াত, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চিত্রাঙ্কন : খ গ্রুপ, প্রথম : তাহমীদ মুত্তাকী আহনাফ, আল-আমীন মডেল একাডেমি। দ্বিতীয় : রাজদ্বীপ দত্ত কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় : অর্ঘ্য পাইন মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আশরাফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন বিমল কুন্ড, উপজেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা, আনিছুর রহমান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।