বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেশবপুর আলিয়া মাদরাসা এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মো. বেলাল হুসাইন, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ। এছাড়া উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাস্টার রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনিসহ অন্যন্য দায়িত্বশীলগণ।

যশোর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মো. বেলাল হুসাইন বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন করার লক্ষ্যে আমাদের অনেক কাজ বাস্তবায়ন করতে হবে। ভোট কেন্দ্রের আশপাশে আমাদের জনশক্তি বেশি করে তৈরি করে ভোটারদের মনোবল শক্ত করতে হবে।

Share.
Exit mobile version