চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ইউপি সদস্য আলী কদর ও তার সন্ত্রাসী বাহিনীর ধারালো দা’র আঘাতে তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে হাউলী গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। আহতরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন, হাউলী গ্রামের আমিত হাসান দিপ্ত, জিলকত আলী ও সালামের স্ত্রী শাপলা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য আলী কদরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর জের ধরে ভুক্তভোগীদের সন্দেহ করতে থাকে আলী কদর।

শুক্রবার বিকেলে মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে আসার সময় আলী কদরের জমির উপর দিয়ে গরুর গাড়ি আসে। এই অপরাধে তাদেরকে এলোপাতাড়ি মারধকর করার এ সময় শাপলা খাতুন ও দীপ্ত মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলী কদর বলেন, অনেকে শত্রুতা করে অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমার স্ত্রীও আহত হয়েছেন। আমি কারো গায়ে হাত তুলিনি।

পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, বর্তমান প্রেক্ষাপট এখন নাগালের বাইরে।

কোন পদক্ষেপ নিতে গেলে আবার নিজেকেই ঝামেলায় পড়তে হবে। তারপরও আমি দুই পক্ষের সাথে কথা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করছি।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন, দুই পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Share.
Exit mobile version