কেশবপুর সংবাদদাতা
‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিত সংস্থার প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

প্রশিক্ষণ প্রদান করেন, রাইটস অফ দলিলের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, হোসেনে আরা খাতুন, বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ফিসারিজ বিভাগের ছাত্র তানজিল আকন, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি ও সুজন কুমার দাস।

প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটি গ্রুপ লিডার অংশ নেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version