কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ৩ লাখ টাকা মূল্যের দুটি জার্সি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামে। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামের হাফিজুর রহমান সন্ধ্যায় একটি সাদা-কালো রঙের জার্সি গাভী ও একটি সাদা-কালো রঙের জার্সি এঁড়ে গরু গোয়াল ঘরের তালা ভেঙে চোরের নিয়ে গেছে। গতকাল ভোরে গোয়াল ঘরের দরজা খোলা দেখে তিনি গোয়াল ঘরে যেয়ে গরু দুটি না পেয়ে চিৎকার দিলে বাড়ির অন্যান্য সদস্যসহ এগিয়ে আসেন। অনেক খোঁজাখুজি করেও গরু দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। ইতোমধ্যে ওই গ্রাম থেকে আরও কয়েক ব্যক্তির গরু চুরি হয়েছে বলে স্থাণীয়রা জানান। এ ঘটনায় গতকাল কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গরু চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক গরু চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল