কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুরে ডিপিএইচই’র অর্থায়নে ‘‘ইপিআরসি’’ উদ্যোগে পানিবন্দি মানুষের অস্থায়ি আশ্রয়ণ কেন্দ্রে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।
কেশবপুর পৌরসভার মধ্যকুল নামক স্থানে যশোর সাতক্ষীরা রোডের পাশে ২টি, অনন্ত সড়কে ১টি, ৬নং কেশবপুর ইউনিয়ের কালিতলায় ২টি, সাগরদাঁড়ি শেখপাড়ায় ১টি, ৩নং মজিদপুর ইউনিয়নে প্রতাপুর গাজী পাড়ায় ১টি করে অস্থায়ি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করেন।
ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক জানান, কেশবপুর উপজেলার পানিবন্দি চার ইউনিয়নে ১৫ টি অস্থায়ি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করবেন।
কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যকুল গ্রামের ফরিদা বেগম (৪২) জানান চারিদিকে পানি আর পানি।
ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তার উপর এসে বসবাস করছে। পানির কারণে ল্যাট্রিনে যাওয়ার উপায় নেই।