কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত গাভীর ডেমো ফার্ম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. লুৎফর রহমান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত উপজেলার মজিদপুর গ্রামের খামারী খায়রুল বাশারের গাভীর ডেমো ফার্ম ও বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরিদর্শন করেন।
এ সময় তিনি খামারি খায়রুল বাশারকে গাভীসহ বাছুরের যত্নে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলডিডিপি প্রকল্পের আওতায় মজিদপুর ইউনিয়নের বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরির্দশনকালে গরু-বাছুরের ক্ষুরারোগ, লাম্পিস্কিন ডিজিজ, ছাগলের পিপিআর, হাঁস-মুরগির রাণীক্ষেত, ডাক প্লেগ রোগসহ বিভিন্ন রোগের টিকাদান ও স্বাস্থ্য সম্মত লালন সম্পর্কে আলোচনা করেন। এ সময় তার সাথে ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা খাদিজা পারভিন, এলএফএ শফিকুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস