শফিকুল ইসলাম বিপ্লব
কেশবপুরে ৭ হাজার ২শত কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে ৪ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রবিউল ইসলাম,আনসার গাজী, অরুণ কুমার বসু, রেহেনা বেগম ধানের বীজ ও সার পেয়ে সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিরোনাম:
- ঐতিহাসিক ‘খাজুরা মুক্ত’ দিবস আজ
- যশোরে অস্ত্র, ককটেল, গুলিসহ সন্ত্রাসী মুরাদ আটক
- যশোরে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেল দুই সহস্রাধিক রোগী
- যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভা
- সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, মোমবাতি প্রাজ্জ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন
- তরিকুল ইসলামসহ তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে মণিরামপুরে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু
- চৌগাছা ব্লাড ফাউণ্ডেশনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
