মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে বিল বুড়ুলিয়ায় মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে কৃষকের রোপণকৃত বোরো ধানের ক্ষেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বুড়ুলি খালের পানির চাপে মেজবা উদ্দিন মিল্টনের ওই মাছের ঘেরের বেড়ি ভেঙ্গে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে ওই বিলে এবার বোরো আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, বোরো আবাদের লক্ষ্যে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন মাছের ঘেরের পানি সেচ দিয়ে বুড়ুলি খালে ফেলা হচ্ছিল। কিন্তু ওই খাল দিয়ে পানি ঠিকভাবে প্রবাহিত না হতে পেরে রোববার রাতে খাল সংলগ্ন মেজবা উদ্দিন মিল্টনের মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে জমিতে পানি ঢুকে পড়ে। এতে কৃষকের প্রায় ৪০ বিঘা রোপণকৃত বোরো ধানের ক্ষেতসহ প্রায় ২২০ বিঘা জমি তলিয়ে যায়। পানিতে জমি তলিয়ে যাওয়ায় একমাত্র ফসল বোরো আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার সারুটিয়া গ্রামের কৃষক নাজমুল হোসেন বলেন, বুড়ুলি বিলে তার সাড়ে তিন বিঘা জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এ পানি নিষ্কাশিত না হলে ক্ষেতে এবার ফসল আর হবে না। মিন্টু সরদার বলেন, ওই বিলে ২ বিঘা জমিতে বোরো ধান আবাদের জন্য ক্ষেত প্রস্তুত করা হয়েছিল কিন্তু সেটা তলিয়ে যাওয়ায় এখন চরম বিপাকে পড়েছি। মাছের ঘেরের মালিক মেজবা উদ্দীন মিল্টন বলেন, বুড়ুলি খালে সেচকৃত পানির চাপে তার মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে বিলের ভেতর পানি ঢুকেছে। এ ছাড়া ভেড়ি ভেঙ্গে যাওয়ায় বিলের ক্যানেলে থাকা মাছ বের হয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুনজুর রহমান বলেন, ওই বিলে ২২০ বিঘা জমির ভেতর প্রায় ৪০ বিঘা জমিতে কৃষকরা বোরো আবাদ করেছিলেন। বিল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সুফলাকাটি ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, ওই বিলের কৃষকদের সঙ্গে কথা হয়েছে। পানির নিচে ৩/৪ দিন ধানের চারা থাকলে ধান গাছ নষ্ট হয়ে যাবে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এ বিষয়ে শুনেছি। ঘের মালিকের সঙ্গে কথা বলে অতিদ্রুত তাকে পানি সেচের উদ্যোগ নিতে বলা হবে। যাতে কৃষকরা ওই বিলে বোরো আবাদ করতে পারেন।
শিরোনাম:
- বিবর্তন যশোরের ৩৫ বছর পূর্তি দুই দিনের নাট্যমেলা সমাপ্ত
- যশোরে জাতীয় নারী জোট নেত্রীর শোকসভা
- দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর সমাপ্ত
- বিএনপি নেতা ছোটলু বহিস্কার
- ক্ষমা চেয়েও প্রাণে রক্ষা পেলেন না যুবদলকর্মী
- সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণসহ আটক ১
- কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম
- ‘কৃষি’র জন্য সেচ না বলায় ইউনিট প্রতি দর বেশি প্রায় সাড়ে ৪ টাকা!