কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কুবাদ আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুবাদ আলী মধ্যকুল গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

স্থানীয়রা জানান, যশোর-চুকনগর সড়কের মধ্যকুল এলাকায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় কুবাদ আলী সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Share.
Exit mobile version