কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে গৃহবধূ মেরিনা হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় গড়ভাঙ্গা এলাকায় খুশির বন্যা বইছে। গড়ভাঙ্গা বাজারে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। হত্যা মামলার রায়ে আদালত ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত মেরিনার মা-বাবাসহ স্বজনরা।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তীর পুত্র আনিসুর রহমান রিপন ওরফে সাগর প্রেমের সম্পর্ক গড়ে তুলে গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের কলেজ পড়ুয়া কন্যা মেরিনা খাতুনকে ২০১৯ সালে বিয়ে করে। বিয়ের পর নেশার টাকা যোগাতে ২ লাখ টাকা যৌতুক দাবিতে ২০২২ সালে ৩ মে তারিখে ঈদুল ফিতরের দিন দুপুরে স্ত্রীকে নির্মম নির্যাতনে জখম করে। পরে ১১ মে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মেরিনার মৃত্যু হয়।
ওই ঘটনায় মেরিনার পিতা আবুল কালাম আজাদ রিপন ও তার পিতা-মাতাসহ ৫ জনকে আসামি করে ১৩ মে তারিখে থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করে। গত রোববার যশোরের বিজ্ঞ একটি আদালত গৃহবধূ মেরিনা হত্যা মামলার রায়ে গৃহবধূ মেরিনা হত্যা মামলায় আসামি স্বামী আনিসুর রহমান রিপন ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন। ফাঁসির আদেশের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকায় খুশির বন্যা বইতে থাকে। গড়ভাঙ্গা বাজারে মিষ্টি বিতরণ করা হয়।
তার পিতা-মাতা আদালতের রায় পেয়ে তারা খুব খুশি হয়ে বলেন আমরা নেয্য বিচার পেয়েছি। পাঁচবাকাবর্শি গ্রামের (অব.) সরকারি কর্মকর্তা বিশিষ্ট মুক্তিযুদ্ধা আব্দুল করিম সরদার বলেন মেরিনা হত্যা মামলার রায়ে আসামিকে ফাঁসির আদেশ দেয়ায় আমরা খুব খুশি হয়েছি।
এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম, আব্দুস সালামসহ এলাকাবাসী খুব দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন।