কেশবপুর প্রতিনিধি
কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু ও সংস্থার সকল সদস্যদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম হোসেন, ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম ও অন্যান্য বিভিন্ন পদবীর সদস্যগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মো. আশরাফুজ্জামান।