কেশবপুর (যশোর) প্রতিনিধি
ছুটি ছাড়াই প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে যশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যত যাচাইয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার পরে সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষা অফিসে তিনি নেই। রুমে ঝুলছে তালা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম যোগদানের পর থেকে অফিসের নিয়ম না মেনে নিজের ইচ্ছামত অফিস করেন। অধিকাংশ সময় তিনি ব্যক্তিগত কাজে অফিসের বাইরে থাকেন। এই উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং দাখিল মাদরাসাসহ মোট ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন নাম প্রকাশ না করা শর্তে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে তোরাবুল ইসলাম বলেন, আমি বৃহস্পতিবার সকালে অফিস করার জন্য বাড়ি থেকে অফিসে আসার পথে পিতার অসুস্থতার খবর পেয়ে অফিসে না যেয়ে পিতাকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে যাই। দুপুরের পর অফিসে যেয়ে ছুটি অনুমোদন করাবো।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খানের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক