কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান স্থানীয় সুধীসহ সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।
বুধবার বিকালে উপজেলা পরিষদের সম্মেল কক্ষে আয়োজিত সভায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন .. .. কর সংগ্রহকারী ও প্রদানকারীর দ্বন্দ্ব দীর্ঘদিনের : জিএম আবুল কালাম কায়কোবাদ
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, কাশিপুর পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার।
উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এনামুল হাসান।

