কোটচাঁদপুর সংবাদদাতা
ড্রাগন বাগানের জালে আটকে আছে বড় একটি বিলুপ্ত প্রায় ঈগল পাখি। যেটি দেখতে ভিড় করছেন গ্রামের উৎসুক জনতা। কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মিনারুল ইসলামের ড্রাগন বাগানে এমন ঘটনা ঘটে।
বাগান মালিক মিনারুল ইসলাম জানান ঈগল পাখিটি আমি দেখতে পেয়ে কোটচাঁদপুর বন বিভাগে খবর দিলে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান।
কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাখিটি উদ্ধার করে যশোর বন বিভাগের কর্মকর্তা অমিতা মন্ডলকে অবহিত করলে তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগে ঈগল পাখিটি হস্তান্তরের নিদের্শ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার শার্শা বন্যপ্রানী ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধির কাছে ঈগল পাখিটি হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান বিরল এ ঈগল পাখিটি এখন আর তেমন দেখা যায় না। পাখিটি উদ্ধারের পর মোটামুটি সুস্থ ও ভালো আছে।

