কোটচাঁদপুর সংবাদদাতা

ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর-শ্বাশুড়ির নামে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেছেন ছেলের বউ। বুধবার ওই মামলায় শ্বশুর মোস্তফা কামাল(৫৫) আটক হলেও শ্বাশুড়ি পলাতক। মোস্তফা কামাল উপজেলার দোড়া ইউনিয়নের গরসুতি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ছেলের বউ বলেন, গত এক বছর আগে মোস্তফা কামালের ছেলে রিয়াজের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর শ^শুর বাড়িতে থাকা অবস্থায় শ^শুর বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিতেন। এবং বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা আমার স্বামীকে জানালে তারা বিশ্বাস না করে আমাকে দোষারোপ করে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তার শাশুড়ি সবকিছু জানলেও কোন প্রতিবাদ না করে বরং সহযোগিতা করেন। ওই ঘটনায় ২৪ আগস্ট কোটচাঁদপুর মডেল থানায় শ্বশুর ও শ্বাশুড়ির নামে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। তার প্রেক্ষিতে বুধবার শ্বশুর মোস্তফা কামালকে আটক করেছে পুলিশ। তবে আটক করতে পারেনি শ্বাশুড়ি রাবেয়া খাতুনকে। এ বিষয় কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বলেন, ধর্ষণ মামলা হয়েছে। ওই মামলায় স্বামী-স্ত্রীকে আসামি করা হয়েছে হয়েছে। এর মধ্যে স্বামী মোস্তফা কামালকে আটক করা হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।

Share.
Exit mobile version