কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং গাবতলা পাড়ার হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী রেখা খাতুন এখোনো পাননি টিসিবির একটি কার্ড।
তিনি এলাকার অবহেলিত প্রতিবন্ধী যদি একটু খোঁজ নেওয়া হতো তাহলে, হয়তো তিনি একটি কার্ড বিতরণ করার সময় হাতে পেতেন।
কোটচাঁদপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা রেখা খাতুন একজন প্রতিবন্ধি নিজের পায়ে তিনি হাঁটতে পারেন না। এলাকার সবাই তাকে হতদরিদ্র হিসেবে চিনলেও চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধির। তাই রেখা খাতুন জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তাকে যেন একটি টিসিবির কার্ড দেয়া হয়।