কোটচাঁদপুর সংবাদদাতা
শব্দদূষণের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান।
এ সময় সড়কে চলাচল করা যানবাহনে অভিযান চালিয়ে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ চারজন বাস চালককে চার হাজার টাকা জরিমানা এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কোটচাঁদপুর থানা পুলিশ।

