কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া খাতুন পিংকি। এছাড়াও উপজেলা কৃষি, মৎস্য, শিক্ষা, এলজিইডি কর্মকর্তা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির লতাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির মতবিনিময় সভায় বাল্য বিবাহ,যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়ন মূলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা কার্যক্রম, সর্বজনীন পেনশন, জনসেবা এবং দূর্নীতি বিরোধী সহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় উল্লেখ করে আইনশৃংখলা পরিস্থতির সার্বিক দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।