কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর বনবিভাগের অভিযানে মহেশপুরের নাটিমা গ্রামের মাঠ থেকে বিশাল আকৃতির একটি জীবিত শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে মৃত একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনের নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি গভীর রাতে গুড়পাড়া গ্রামের একটি ড্রাগন বাগানে একটি মেছোবিড়াল পিটিয়ে মারা হয়। মেছোবিড়াল হত্যার ঘটনা জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শকিফুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনাকে জানান।

পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট শার্শা যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বন বিভাগ কোটচাঁদপুর ওই মৃত মেছোবিড়ালটিকে উদ্ধার করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী মামলা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version