পাইকগাছা সংবাদদাতা
কেন্দ্রীয় জাপা নেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেছেন, কোন জোট ছাড়া জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না এবং সেটা অদৃশ্য শক্তির সাথেও হতে পারে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করতে জাপা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও জাপা নেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা ও অফিসে অগ্নিসংযোগ করে জাতীয় পার্টিকে ধ্বংস করা যাবেনা।
এ দেশের মাটি ও মানুষের সাথে জাপা’র নিবিড় সম্পর্ক রয়েছে।
গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায়।
একশ্রেণীর মানুষের লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, খুন-খারাবি ও মব সৃষ্টিতে দেশের মানুষ আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে।
উপজেলা জাপ’র স্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক সামছুল হুদা খোকন।
বক্তব্য রাখেন পৌর জাপার সাবেক সভাপতি গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপা নেতা ফারুক হোসেন, আব্দুর রহিম, আব্দুল গনি সরদার, কপিলমুনি ইউপি সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্করের সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালীর সভাপতি হাফিজুর রহমান, হরিঢালীর সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, যুগ্ম সম্পাদক মাফিকুল মোড়ল, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ, সোহরাপ গোলদার, দেবাশীষ সানা, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোবারক ঢালী, রেজাউল ইসলামসহ অনেকে।
