চৌগাছা সংবাদদাতা
লিভার ক্যান্সারে আক্রান্ত যশোরের চৌগাছার মশিয়ার রহমানকে বাঁচাতে প্রয়োজন তিন লাখ টাকার। মশিয়ার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ডাববিক্রেতা।
মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, গত দুই মাস যাবৎ তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রথম দিকে এদিক-ওদিক বিভিন্ন জায়গায় নিলেও আসল রোগ নির্ণয় না হওয়ায় তার সঠিক চিকিৎসা হয়নি। পরবর্তীতে দেড় মাস আগে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান জানান তার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য তিন লাখ টাকা লাগবে বলেও ধারণা দেন তিনি।
যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এতো টাকা দিয়ে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অসহায় পরিবারটির জন্য। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন মশিয়ারের পরিবার ও স্বজনরা।
যদিও এরই মাঝে ঢাকাতে যোগাযোগসহ বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত মশিয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক। তিনি বলেন, সকলে মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে চিকিৎসার মাধ্যমে হয়তো বেঁচে যাবে মশিয়ার রহমান।
মশিয়ারকে বাঁচাতে মানবিক সাহায্য প্রদানে যোগাযোগ করতে পারেন ০১৯৪৩-৭৬৬৬৩৯ (বিকাশ+নগদ) এই নাম্বারে। ব্যাংক একাউন্ট নং-০১০৪০২৬১, সোনালী ব্যাংক লি. চৌগাছা শাখা।