বাংলার ভোর প্রতিবেদক
প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় শহীদ আহমেদ স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের বি সরকার মেমোরিয়াল হল সংলগ্ন অডিটোরিয়ামে এসএসসি ৭৬ ও এইচএসসি ৭৮ ব্যাচের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়।
এ সময় স্মৃতিচারণ করেন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি কামরুল ইসলাম বেনু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দীপংকর দাস রতন, আমিরুজ্জামান সান্টু, মাসুদুর রহমান, আবুল কাশেম, আনিছুজ্জামান পিন্টু প্রমুখ।

Share.
Exit mobile version