নিজেস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার খাজুরা এলাকার উত্তর চাঁদপুর জাবেরের মোড়ে, খালিদ হাসান ইমরান নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন কতিপয় উঠতি সন্ত্রাসি।

ইমরান ওই এলাকার লিটন বিশ্বাসের ছেলে, পেশায় একজন রাজ মিস্ত্রী। জাবেরের মোড় এলাকায় একটি বিল্ডিংয়ে সে নিয়মিত কাজ করে। কাজ শেষে বাড়ি ফিরে আসাপর পর বাড়িতে জরুরি কাজের জন্য একটি হাতুড়ির প্রয়োজনে বিকেলে জাবেরের মোড় এলাকায় ওই বিল্ডিংয়ে যাওয়ার পর দেখতে পান কিছু উচ্ছৃঙ্খল ছেলে একজনকে মারপিট করছে সেখানে ঢোকার পর তার উপরে তারা তেড়ে আসেন এবং দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন সে কোনমতে ওখান থেকে পালাতে সক্ষম হয় পরে পথচারিরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে তিনি বর্তমানে ২৫০ শয্যা জেনারেল হসপাতালে ভর্তি আছে।

প্রতিবেদক জানতে চাইলে ইমরান, হামলাকারী গ্রুপের মধ্যে, সাকিব, পিতা. জানু বিশ্বাস, তুহিন পাটোয়ারী, উল্লাস বিশ্বাস পিতা, নাসির বিশ্বাস, শাহাজালাল, পিতা, রতন বিশ্বাস, মুকুল মুন্সি পিতা, দাউদ মুন্সি আরও অজ্ঞাত কয়েকজন ছিলো বলে জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share.
Exit mobile version