খাজুরা সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় সুদের কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে ফসিয়ার মুন্সীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের বদর পাটোয়ারী, যাদবপুরের লিটন মুন্সী ও তার ভাই রিপন মুন্সী এলাকায় সুদের কারবার চালান। এ বিষয়ে এলাকায় বিরোধ চললে সালমান তাদের বিরুদ্ধে কথা বলেন। এরই জের ধরে গতকাল সকালে যাদবপুর গ্রামের রিপন মুন্সী ও মাসুদ রানার নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল যুবক পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র দিয়ে সালমানকে মারপিট করে জখম করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এলাকাবাসী জানান, বর্তমানে খাজুরায় সুদের রমরমা কারবার। সুদে কারবারিদের তালিকায় শিক্ষক, ব্যবসায়ী, চালকল মালিক থেকে শুরু করে রয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। প্রতিনিয়ত তাদের ফাঁদে পড়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। যার যার জায়গা থেকে সুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সামাজিকভাবে সুদে কারবারিদের বয়কট ও প্রতিহত করতে হবে। যারা সুদের কারবারের সাথে জড়িত তাদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। সুদে কারবারির সাথে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা। খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Share.
Exit mobile version