মাগুরা সংবাদদাতা
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মাগুরা জেলা বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর মাগুরা আদর্শ কলেজ মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
