কালিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান সোমবার কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দ পার্কে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলম।

আরও পড়ুন .. .. ..

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খাইরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে আলোচনা ও কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আকরাম হোসাইন, থানা মসজিদের পেশ ঈমাম মাওলানা ওমর ফারুক শামীম, নাসরুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম নূরী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়েজুর রহমান প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদিরি।
এ সময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version