বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। আলোচনা করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্য বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,
“দল-মত-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, নামাজ-রোজা রেখেছেন, মানত করেছেন—এটাই প্রমাণ করে তিনি প্রকৃত অর্থেই জাতির নেত্রী। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় ভালবাসা আর কিছু হতে পারে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এত জনপ্রিয়, এত গ্রহণযোগ্য নেতা আর কেউ ছিলেন না। আজ তার জীবন সংকটাপন্ন—তবু সারা দেশের মানুষের ভালোবাসা ও দোয়া প্রমাণ করছে তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, দেশের অভিভাবকস্বরূপ। অভিভাবক শূন্য হলে পরিবার যেমন সংকটে পড়ে, আজ বাংলাদেশও সেই উদ্বেগের মুহূর্ত পার করছে।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ।

দোয়া মাহফিলে দল-মতনির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version