বাংলার ভোর প্রতিবেদক
যশোরে খুলনা বিভাগীয় বিএনসিসি এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন যশোর আয়োজিত বিএনসিসি গ্রাণ্ড গেট টুগেদার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এই মিলনমেলায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাবেক বিএনসিসি ক্যাডেট, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রয়েল গ্লোরি রেসিডেন্সিয়াল পিএলসির সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম, মেজর (অব.) আলমগীর, ক্যাপ্টেন আব্দুর রহিম, লেফটেন্যান্ট ছোলজার রহমান, সেকেন্ড লেফটেন্যান্ট শরিফুল ইসলাম, ফজলে রাব্বী মোপাশা এবং রয়্যাল গ্লোরী রেসিডেন্স পিএলসি কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিতু ও শুভ পূর্বা রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিএনসিসির শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গঠনের ভূমিকার কথা তুলে ধরেন।
একই সঙ্গে সাবেক ক্যাডেটদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
মিলনমেলাটি স্মৃতিচারণ, সাংস্কৃতিক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অতিথির আলোচনা ও স্মৃতিচারণ করতে গিয়ে মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম কর্মজীবনে বিএনসিসির গুরুত্ব, ব্যক্তিজবীনে তার প্রতিফলন তুলে ধরেন।
