বাংলার ভোর প্রতিবেদক
গণমানুষের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে যশোরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
গণঅধিকার পরিষদ যশোর জেলার সভাপতি এবং যশোর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে আশিক ইকবাল বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের এই সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এবিএম আশিকুর রহমান বলেন, গণঅধিকার পরিষদ সব সময় জনগণের পাশে আছে। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম চলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ যশোর জেলার সহ-সভাপতি আবুল কালাম গাজী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক শান্ত খাঁন, দপ্তর সম্পাদক মহিন পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ ও সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন এবং যুব অধিকার পরিষদ যশোর জেলার সাবেক সভাপতি রুবেল শেখ, সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ, সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুন্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই তাদের বক্তব্যে গণঅধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়া, জনগণকে দেশের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ করার জন্য উৎসাহিত করেন।

