বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দলের ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন পর্যন্ত করতে দেয়নি।
আবার ইফতার আয়োজন করার কারণে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তারপরও বিএনপি তার লক্ষ্যে অবিচল থেকে দেশ ও জনগণের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আনদোলনের মাঠে অবিচল ছিল। বুধবার নাজির শংকরপুর এলাকায় অনুষ্ঠিত ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার এ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।