মাগুরা প্রতিনিধি
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল ভোর থেকেই গণসংযোগ শুরু করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। সকালে তিনি মাগুরা পৌরসভার নতুন বাজার সাহা পাড়া, কেশব মোড়, ইসলামপুর পাড়ায় গণসংযোগ করেন। পরে অংশ নেন নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায়।
গণসংযোগে তিনি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান।
পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সাকিব আল হাসান ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
সাকিব আল হাসান বলেন, ‘আমি রাজনীতি ও ভোটের মাঠে একেবারেই নতুন।
সে তুলনায় মানুষের স্মতঃর্স্ফূত সাড়া পেয়ে আমি বিস্মিত ও অভিভুত। তাদের উৎসাহ, উদ্দিপনা ও সহযোগিতা আগামী দিনের আমার পথ চলাকে সহজ করে দিবে। এখানে এসে বুঝেছি মাগুরা জেলা আওয়ামী লীগ একটি সু-সংগঠিত অবস্থানে আছে। সবাই এক সঙ্গে কাজ করছেন।
এ জন্যে আমার পক্ষে ভোটের মাঠে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আশা করছি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। আমি মাগুরার জন্য অনেক কিছু করতে চাই। আশা করি এখনকার মানুষ সেই সুযোগ আমাকে দেবে।’
এরপর সাকিব আল হাসান যান মাগুরার ঐতিবাহী মোনানী মায়দান মাঠে।
সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রিকেটারদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্রিকেট লিজেন্ডকে ঘিরে ক্রিড়া ব্যাক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠান।
এ সময় ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান সেখানে বলেন, ছোটবেলায় মাগুরা শহরের নোমানী ময়দানে এসে বসে থাকতাম। সেখানে ক্রিকেট খেলা শেখাতেন গোর্কি ভাই। একদিন খেলতে চাইলাম। তিনি আমাকে বল করতে বললেন। ফাস্ট বল করতাম। গোর্কি ভাই আমাকে স্পিন বল করতে বললে করলাম। তিনি সেটি পছন্দ করে আমাকে স্পিন বলই করতে বললেন। আর সেই থেকেই হয়ে গেলাম স্পিনার।
এ সময় সাকিব বলেন, ‘আপনারা আমার খবুই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’
পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। পরে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। আর ব্যাট হাতে দুই ওভার বলে ব্যাট চালিয়ে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সাকিব আল হাসান।
শিরোনাম:
- গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা
- বটতলায় ঐতিহ্যের লোকজ মেলায় সম্প্রীতির মেলবন্ধন
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি