বাংলার ভোর ডেস্ক: গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছেনা নারী-শিশুরাও। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনভর উত্তাল ছিল যশোর। সোমবার জেলার সর্বস্তরের ছাত্র-জনতা, ওলামা মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। দিনভর বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রতিবাদি শ্লোগানে উত্তাল ছিল যশোর। ছবি তুলেছেন ফটোসাংবাদিক জয়ন্ত বসু।





