কালিগঞ্জ সাংবাদ দাতা
‘ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে, আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে’। কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।
বুধবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কাজী আলাউদ্দীন আরো বলেন, আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তা পূর্ণ মাত্রা পেয়েছে। এখন ঘরে বসে থাকলে চলবে না। মনোনয়ন ঘোষণার পর আপনারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেভাবে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন, এটি সত্যিই প্রশংসনীয়। তবে শুধু লিফলেটই নয়, এখন প্রয়োজন ভোটারদের আরও কাছে যাওয়া। জনগণের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা কৃষক দল আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ।
