Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোর-৩ আসনে চশমা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • বিএনপি নেতা আলমগীর হত্যায় জড়িত আরও একজন আটক
  • খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন : অমিত
  • জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ক্রিকেটে চ্যাম্পিয়ন চৌগাছা
  • কোটচাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লংঘনে জরিমানা
  • চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জানুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চলছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন, নাকাল যশোরবাসী

লাইসেন্স নবায়নে নেই সাড়া
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
  • অবৈধ যানবাহনের বিরুদ্ধে সপ্তাহে দুইদিন অভিযান
    শেখ জালাল
    যশোর পৌর এলাকায় ইজিবাইক কিংবা রিকশার সংখ্যা খাতা-কলমে যতটা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি চলাচল করছে। ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় শহরে বাড়ছে যানজট। যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ ও পৌরসভা উদ্যোগ নিলেও সুফল মিলছে না। চলতি জানুয়ারি মাসে ইজিবাহক ও রিকসার লাইসেন্স নবায়নের তাগিদ দিলেও সাড়া মিলছে না। পৌরসভার লাইসেন্সধারী যানবাহনের সংখ্যা সাত হাজার ৭৬৮টি। চলতি মাসের ১২ দিনে মাত্র দুইশ’ লাইসেন্স নবায়ন হয়েছে।

জানা যায়, যশোর পৌর এলাকায় সাত হাজার ৭৬৮টি যানবাহন চলাচলের অনুমোদন রয়েছে। এরমধ্যে ইজিবাইক চার হাজার ৪৭৮টি, রিকশা দুই হাজার ৯৯০টি ও স্মার্ট রিকশা ২৪টি রয়েছে। এছাড়া ভ্যান রয়েছে তিনশ’ টি। বাস্তব শহরে দ্বিগুণ যানবাহন চলাচল করছে। শহর ঘুরে দেখা গেছে, শহরের রাস্তাগুলোর ধারণ ক্ষমতা চেয়ে দ্বিগুণ ইজিবাইক, প্রাইভেটকার মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন অবাধে চলাচল করছে। বিভিন্ন উপজেলা থেকে এসে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। এছাড়া, অনটেস্টের মোটরসাইকেল চলছে দেদারছে। ট্রাফিক পুলিশের জোরদার অ্যাকশান না থাকায় মোটরসাইকেল আরোহীরাও মানছেন না কোনো নিয়ম কানুন। কিশোররাও এখন শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।

রোববার বেলা সাড়ে ১১টায় যানজটে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় স্থবির অবস্থায় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে। যানজটের প্রভাব পড়তে দেখা যায় জেল রোড, মুজিব সড়ক, গাড়িখানা রোড ও মাইকপট্টি এলাকাজুড়েই। শহরের দড়াটানা মোড়, যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড়, আইনজীবী সমিতির মোড়, মণিহার এলাকা ও উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকাসহ শহরের জেল রোড ও ঘোপ নওয়াপাড়া রোড অংশে ব্যাপক যানজট থাকে। হাসপাতাল মোড় হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক যানজটপূর্ণ এলাকা। যানবাহনের ভিড়ে রোগী কিংবা অ্যাম্বুলেন্স ঠিকমতো প্রবেশ করতে পারে না হাসপাতালে। হাসপাতাল মোড় থেকে কুইন্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড, হাসপাতাল মোড় থেকে দড়াটানা মোড় পর্যন্ত উভয় পাশে প্রায় ৫০০ মিটার সড়ক পার হতে কখনো কখনো ১৫ মিনিট আবার দড়াটানা মোড় হতে চিত্রার মোড় পর্যন্ত ১০মিনিট পর্যন্ত সময় লেগে যায়। শহরের চৌরাস্তা, মণিহার, আরএন রোড, বড়বাজার ঘুরে একই ধরনের চিত্র দেখা যায়।
আইজীবী সহকারি মিটু বর্মন বলেন, যশোর শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে। কোর্ট মোড়ে চলাচল কঠিন হয়ে পড়ে।

পথচারি গুলজার হোসেন বলেন, রাস্তায় এখন নিয়ম কানুন কিছুই মানা হচ্ছেনা। যে যার মতো ইচ্ছে চলাচল করছেন। পথচারি তানিয়া আজগার অভিযোগ করেন, বর্তমানে শহরে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। কেউ কেউ বলেন, ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রায় সব দিনেই এখন শহরে তীব্র যানজট দেখা যায়। তারা অভিযোগ করেন, ইজিবাইক ও রিকশার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। মূলত মামলা ও জরিমানা না হওয়ায় তাদের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ তাদের।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মনজুর হোসেন রতন বলেন, যশোর শহরে বৈধ ইজিবাইক রয়েছে চার হাজার ৪৭৮টি। রিকশা রয়েছে দুই হাজার ৯৯০টি। ভ্যান রয়েছে তিনশতটি। প্রতিবছর জানুয়ারি মাস ধরে লাইসেন্স নবায়ন চলে। তবে ১২ জানুয়ারি পর্যন্ত মাত্র দুইশটি ইজিবাইক, ৭০ টি রিকশার লাইসেন্স নবায়ন হয়েছে। তিনি জানান, প্রতিটি ইজিবাইকের নবায়ন ফি তিন হাজার টাকা, রিকশা, ভ্যান ৩০০ টাকা।
যশোরের ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান বলেন, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোর ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশ কাজ করছে। আগের চেয়ে ট্রাফিক পুুলিশের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। তবে রোববার ও বৃহস্পতিবার গাড়ির চাপ বেশি থাকে। নিবন্ধনবিহীন অবৈধ যানবাহন আটকে অভিযান চলছে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ বলেন, যশোর শহরের যানজট নিরসনে কার্যক্রম শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। কার্যক্রমের অংশ হিসেবে লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটো রিক্সা আটকেও অভিযান চলছে। প্রতি সপ্তাহে দুই দিন অভিযান চলবে।

অবৈধ অভিযান যানবাহন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৩, ২০২৬

সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

জানুয়ারি ১৩, ২০২৬

যশোর-৩ আসনে চশমা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জানুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.