চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটকে আর্থিক অনুদান প্রদান করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মীরা।
সোমবার অন্যতম বৃহৎ এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) কর্মীরা চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের একটি অনন্য শৈল্পিক স্থাপত্য ভবন নির্মাণের জন্য ১ লাখ ৬৩ হাজার টাকা অনুদান প্রদান করেন।
চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে কোষাধ্যক্ষ মামুনুর রশিদ অনুদানের অর্থ গ্রহণ করেন। অর্থ গ্রহণ করে তিনি জাগরণী চক্র ফাউণ্ডেশনের সকল কর্মীকে তাদের এই শিল্পপ্রেমী ও মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অনুদান চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের বহুল প্রতীক্ষিত শৈল্পিক স্থাপত্য ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, জাগরণী চক্র ফাউণ্ডেশনের দুটি বিভাগের ৮৩ জন সহকর্মী এই অনুদান প্রদান করেন। ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মেরিনা আখতারের আহ্বানে সাড়া দিয়ে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক বিশ্বজীৎ কুমার ঘোষসহ মোট ২০ জন সহকর্মী ৭৫ হাজার টাকা এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ৬৩ জন সহকর্মী ৮৮ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেন।-প্রেস বিজ্ঞপ্তি