যশোর তথা দক্ষিণ বাংলার অন্যতম আর্ট রিসার্চ ইনস্টিটিউট চারুপীঠের নতুন ভবন নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি।
সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের অনুপ্রেরণায় সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রোববার অর্থ সহায়তা হিসেবে এক লাখ টাকা প্রদান করেন। এ সময় দেশের অন্যতম সমাজসেবক ও জাগরণীচক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর উপস্থিতিতে জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস চারুপীঠের অধ্যক্ষ শিল্পী মাহবুব জামাল শামিম এবং সম্পাদক মামুনুর রশিদের এ অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাগরণীচক্র ফাউণ্ডেশনের সাধারণ পরিষদ সদস্য হারুন অর রশিদ, জয়তী সোসাইটির অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, ম্যানেজার (রিসার্স অ্যাণ্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, ব্যবসাকেন্দ্রের ম্যানেজার হাজেরা খাতুন, ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা, বর্ণালী সরকার, শাহিনা আক্তার সীমা ও কমিউনিটি সংগঠক মিতালী খাতুন।

অপরদিকে, জাগরণী চক্র ফাউন্ডেশনের ঋণ কর্মসূচি পরিচালক আজিজুল হকের উৎসাহে পাঁচ জন উপ-পরিচালক চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের আধুনিক ভবন নির্মাণ কাজের জন্য ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। চারুপীঠর অধ্যক্ষ শিল্পী মাহবুব জামাল শামিম, সম্পাদক মামুনুর রশিদ এই সহায়তা গ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি

