বাংলার ভোর প্রতিবেদক
দেশের অন্যতম চারুকলা আর্ট রিসার্ট ইনস্টিটিউট চারুপীঠ যশোরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী জলরঙের চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে চারুপীঠ আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেন্টিং এর অবসরপ্রাপ্ত শিক্ষক শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও এই প্রদর্শনী অনুষ্ঠানের মাঝে অনুষ্ঠিত হয় শিল্পী সোহেল প্রাননের স্মরণে শিশু আঁকিয়েদের অংশগ্রহনে এবং বর্ণিকা আর্ট স্টুডিও এর পরিকল্পনায় চিত্রাংকন উৎসব ‘ইচ্ছেগুলো আঁকো’।
চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যপক আফসার আলী, নড়াইল আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী অনাদি কুমার বৈরাগী, চারুপীঠের অধ্যক্ষ মাহবুব-জামাল শামিম, হারুন অর রশিদ এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। চিত্র প্রদর্শনীতে ৪৫ চিত্র প্রদর্শিত হচ্ছে। আজ দিনব্যাপী প্রদর্শন সমাপ্তি ঘটবে। এই উৎসব ঘিরে চারুপীঠ প্রাঙ্গন আঁকিয়েদের উপস্থিতিতেই মুখরিত। ছোট বড় বিভিন্ন বয়সী সকলেই মিলেছে প্রাণের আনন্দে।
শিরোনাম:
- ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় প্রেসক্রিপশন ভারতকে ফেরত দিতে হবে : মামুনুল হক
- জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামব : নাহিদ
- যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
- চোখ দেখাতে আসা রোগীকে দালাল দেখালেন হার্ট
- যশোর জেলা স্কুলে দশতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যশোর এম এম কলেজে শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক
- সেই পুলিশ সদস্য পুরস্কৃত
- যশোরে এনসিপির লিফলেট বিতরণ