বিবি প্রতিবেদক
আসন্নন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নার মুন্নার উদ্যোগে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নির্বাচনী পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়।
পথসভায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্না, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, ইসহাক আলী, শামসুল ইসলাম, কালু বিশ্বাস, আব্দুস সবুর, এনামুল কবীর, মহাসিন আলী, মোস্তাফিজুর রহমান লাল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।
নির্বাচনী পথসভা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ তার ঈগল প্রতীকের পক্ষে আমবটতলা বাজারে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চান।
শিরোনাম:
- যশোর শহরে আরও ১৭টি ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন
- যশোর জেনারেল হাসপাতালের সামনে উচ্ছেদের পর ফের দৈনিক ভাড়ায় দখল!
- বর্ষীয়ান বামনেতা ইলাহদাদ খান আর নেই
- যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
- পকেটে ককটেল বিস্ফোরণ রক্তাক্ত ‘পিচ্চি রবি’ আটক
- চৌগাছায় ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ
- যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
- ঝিকরগাছা মহিলা কলেজে ৬ অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান