চুয়াডাঙ্গা সংবাদদাতা
রাইফেল ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের তারিফ হাসান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের ও থানা পুলিশের একটি টিম এরশাদপুরে অভিযান পরিচালনা করে। দুই সন্ত্রাসী রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে যৌথবাহিনী। এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে দুটি রাইফেল, রাইফেলের স্কোপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
তিনি আরো জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটকের পর আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

