বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ঝাউতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলী কদরের ভাইয়ের ছেলে জহুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি বলেন, ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়। এ সময় বলেন, গত ১২ ডিসেম্বর দুপুরে পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়ার মাঠে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাস ও আব্দুস সালাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই পক্ষেরই সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দুই পক্ষের অভিযোগে থানায় পৃথক মামলা দায়ের করে। ইউপি সদস্য আলী কদরের নিকট অবৈধ পিস্তল রাখা আছে, তা সম্পূর্ণ বানোয়াট। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন থাকলেও একটি পক্ষ আলী কদরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহিন তথ্য প্রচার করেছে।

সংবাদ সম্মেলনে আরো বলেন, ঘটনার দিন মারামারির সময় আলী কদর বিশ্বাস প্রকাশ্যে অস্ত্র বের করে আবার সরিয়ে ফেলেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন তার পরিবারের লোকজন। আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়া হয়েছে। এসব মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামসুর রহমান, জুলফিকার, জামাত আলী, আক্তারুলজ্জামান বলু, জসিম উদ্দিন, শামসুর রহমান, বাবর আলী, রোমেনা বেগম, সালমা বেগম, সাগরিকা প্রমুখ। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত থাকার কারণে এক পর্যায়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

Share.
Exit mobile version