বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে পুড়াপাড়া খালপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে মিন্টু সরকার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া দুপুর ১টার দিকে স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর কারিকরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামছুন নাহার বেগম (৬৮) নামে এক নারীকে নিজ বসতঘর থেকে গ্রেফতার ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পওে দুপুর ২টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস কদমতলা গ্রামে অভিযান চালিয়ে পুল্লাদ আলী ফকির (৬২) নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন ও পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চৌগাছা থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

Share.
Exit mobile version