চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার দুপুরে চৌগাছা বেলা প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ আয়োজিত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জনকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মাদ এনায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলা উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সার্জেন্ট (অব.) মোস্তাফিজুর রহমান, চৌগাছা সরকারি কলেজের সহকারী অধ্যপক কামারুজ্জামান।
উপজেলা জনকল্যাণ সংস্থার সদস্য তরিকুল ইসলামের পরিচালনায় আরো বক্তৃতা করেন জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি এমদাদুল হক (ঠান্ডু), জনকল্যাণ সংস্থার সেক্রেটারি সুমন ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন উপদেষ্টা আনিছুর রহমান, উপদেষ্টা মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সামাদুল ইসলাম, জাহিদুল হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ।
