বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংহঝুলি শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়ানি সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয়েছে। স্কুল পড়ুয়া কিশোরীদের বয়সন্ধিকালীন রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় এর অধীনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।
অনুষ্ঠানে শিক্ষাজীবন হতেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলার আহ্বান জানান প্রধান অতিথি। একই সাথে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের বয়োঃসন্ধিকাল সম্পর্কে সচেতন হতে বিভিন্ন পরামর্শ দেন।
পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ পরিচালক কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তরিকুল ইসলাম, বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক গৌরি চন্দ্র দে ও মহব্বত আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুটি বিদ্যালয়ের দুই শ’ কিশোরীর মাঝে স্বাস্থ্য উপকরণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়।