বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আজিজুর রহমান ও তার ভাই আব্দুল আলিমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ২০১৪ সালে এসএ খতিয়ান ৮৩৮, আরএস ৭৯১, এসএ ৮৩৬ দাগভুক্ত ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি তারা বৈধভাবে ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
আজিজুর রহমান আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যার ফলে তিনি দীর্ঘদিন ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ মাহতাব উদ্দিন প্রতারণার মাধ্যমে এসএ ৮৩৬ দাগের জায়গাকে ৯৯৯ দাগ দেখিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছে। অথচ জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডে ৯৯৯ দাগের সঙ্গে এসএ ৮৩৬ দাগের কোনো সংযোগ নেই। এ বিষয়ে ২০২৪ সালের ২৯ জুলাই যশোর আদালতে আপিল মামলা (নং- ৭৫/২৪) দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আজিজুর রহমান দাবি করেন, প্রতিপক্ষরা ইতোমধ্যে তাদের মুরগির খামার গুঁড়িয়ে দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করেছে এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের মালিকানাধীন জমির সুরক্ষা নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান ও কামরুজ্জামান।