চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ স¤পাদক আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক এম এ রহিম, বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল¬াহ সিদ্দিক, সাংস্কৃতিক স¤পাদক অধ্যাপক ড. আব্দুস শুকুর, দপ্তর স¤পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর স¤পাদক লাবলুর রহমান, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, প্রকাশনা স¤পাদক প্রভাষক আজিজুর রহমান, সহ-প্রকাশনা আবু হানিফ, সাহিত্য স¤পাদক আবু জাফর বিশ্বাস, সহ-সাহিত্য স¤পাদক মিজানুর রহমান, সহ-সাংস্কৃতিক স¤পাদক মাস্টার আজম আশরাফুল, ক্রীড়া স¤পাদক আব্দুল মান্নান, সহ-ক্রীড়া স¤পাদক নাকিব খান, ধর্ম স¤পাদক আব্দুল কাদের, পত্রিকা বিষয়ক স¤পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক স¤পাদক আলমগীর কামাল, নির্বাহী সদস্য ফখরুল ইসলামসহ প্রেসক্লাব চৌগাছার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌরপ্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, অধ্যক্ষ ড. আলাউদ্দীন ও মাস্টার ইমদাদুল হক ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও বিভিন্ন সংগঠন, রাজনীতবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন সামাজিক সংগঠন এদিন নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

