চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার নবলোকের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় উপজেলা কৃষি অফিসে নারী ও পুরুষ চাষিদের মধ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত, পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই সবজি চাষে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও উৎপাদনের উত্তম চর্চাসমূহ আলোচনা ক্লাস দিয়ে শুরু হয় এ প্রশিক্ষণ।
পরে দুপুরে নারী-পুরুষ চাষিদের ব্যবহারিক ক্লাসে শেখানো হয় মালচিং পদ্ধতি ব্যবহার করে কম খরচে কিভাবে আধুনিক উপায়ে টমেটো চাষ করা যায়। নির্বাচিত ২৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা (সবজি চাষি) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান দীনেশ বিশ্বাস। উপস্থিত ছিলেন নবোলক পরিষদের এনভায়রনমেন্ট অ্যাণ্ড আরইসিপি কর্মকর্তা আলমগীর হোসেন, যশের এমআইএস অ্যাণ্ড ডকুমেন্টশন কর্মকর্তা বঙ্কিম চন্দ্র রায়, চৌগাছা নবলোক টেকনিক্যাল কর্মকর্তা মোজাম্মেল শেখসহ বিভিন্ন অংশিজন।

