চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় প্রয়াত বিএনপি নেতা ডা. আহসান হাবিব আশার কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে অর্ধসহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি কবর জিয়ারত করেন।
প্রয়াত ডা. আহসান হাবিব আশা সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আন্দুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। গত রোববার বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল হক, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মহিদুল ইসলাম, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু সালাম, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুজ্জামান, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস. এম. মিলন, পৌর বিএনপির সদস্য মাহফুজুর রহমান পলেন, বিএনপি নেতা ভূট্টো খাঁ, কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, সোহেল রানা, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা ইমদাদুল, মারুফ, আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন জহুরুল ইসলাম।
