নিজস্ব প্রতিবেদক, চৌগাছা
যশোরের চৌগাছায় বন্যপ্রাণী বাদুড় ধরার অপরাধে তিন শিকারীকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত আটটায় উপজেলার বেড়গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাসমিন জাহান। এ সময় তিন শিকারীকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৩৪/খ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কংশারীপুর গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সরোজিত দাস, বিষ্টু দাস ও সম্রাট দাস।
অভিযান চলাকালে তিনজনকে ছয়টি জীবন্ত বাদুড়সহ হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে জীবন্ত বাদুড়গুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। অভিযানে উপজেলা বন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।